ProMASS:DEC06, 2016:
আসাম রাজ্যসরকার পরবর্তী ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্য পুঁথি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের প্রাদেশীকৃত বিদ্যালয় গুলিতে নাম ভর্তির সংখ্যা বৃদ্ধি করা সহ মাঝপথে বিদ্যালয় ছাড়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা হ্রাস করার লক্ষ্যে রাজ্যসরকার এই সিদ্ধান্ত গ্রহন করেছেন। রাজ্যসরকারের শিক্ষাবিভাগ সূত্রে জানানো হয়েছে যে রাজ্যে পয়লা জানুয়ারী থেকে নতুন শিক্ষাবর্ষ আরম্ভ হবার প্রতি লক্ষ্য রেখে ছাত্র-ছাত্রীদের প্রতিবছর ২৫শে ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরন করা হবে।
আসাম বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগ এবং নতুনদিল্লীর নেশন্যাল ইউনিভারসিটি অফ এডুকেশন্যাল প্লেনিং এন্ড এডমিনিসষ্ট্রেশন এর যৌথ উদ্যোগে গতকাল থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্র পাল প্রেক্ষাগৃহে পাঁচদিনের অরিয়েনটেশন প্রোগ্রাম অন প্লেনিং এন্ড মেনেইজম্যান্ট অফ কলেজ ফাইনান্স ইন নর্থ-ইষ্ট এর এক কর্মশালা শুরু হয়েছে।কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোরখপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ, এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক নিত্যানন্দ পান্ডে।
Courtesy:AIR NEWS