ProMASS, Agartala, Nov 6, 2016:
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। আগামীকাল বাংলাদেশের খেদুপুড়া এলাকায় ঘূর্ণিঝড় প্রবল বেগে আছড়ে পড়ার আশংকা। নিম্নচাপের ফলে আজ থেকে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজধানী আগরতলায় সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, তবে সন্ধ্যার পর থেকে লাগাতর বৃষ্টি শুরু হয়েছে। রবিবার রাজ্যে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। কিছু কিছু এলাকায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
লাগাতর বৃষ্টিপাতের ফলে শনিবার মাঝরাত থেকে আগরতলা শহর জলমগ্ন। তবে রাজ্য প্রশাসন যে কোন রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় জল-নিষ্কাশনের জন্য পাম্প চালু করা হয়েছে এবং জেলা-মহকুমাস্তরেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
তবে বিদ্যুৎ চপলতার জন্য পাম্পগুলি মাঝে মাঝেই স্তব্ধ হয়ে যাচ্ছে। এবারে বর্ষাকাল থেকেই দেখা যাচ্ছে, বৃষ্টি হলেই হঠাৎ কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। দুর্গা পুজার আগে সারা দিন বিদ্যুৎ বন্ধ রেখে সারাই-এর কাজ হলেও, এদিনের বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ আগের মতই বারবার হঠাৎ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এতে জল-নিষ্কাশনে যেমনি ব্যাঘাত হচ্ছে, তেমনি পাম্পগুলিরও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন পাম্প অপারেটররা। বিদ্যুৎ বিভাগের অফিসগুলির সঙ্গে বারবার আচমকা বিদ্যুৎ চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে, এটা ‘ফল্ট-এর জন্য হচ্ছে’ ছাড়া অন্য কোন উত্তর বা ফল্ট সারাই-এর জবাব পাওয়া যাচ্ছে না।