Current Affairs

সুনামির সতর্কতা চিলিতে

তীব্র ভূমিকম্পে নড়ে উঠলো চিলি। বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০১৫) রাতে তীব্র ভূ-কম্পনের পর চিলির উপকূল এলাকায় সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। বুধবার রাতের ভূ-কম্পনের মাত্রা ছিল ৮.৩ এবং এই ভূ-কম্পনের পর আরও ৪ বার ভূ-কম্পন হয়, প্রতিবারেই মাত্রা ছিল ৬-এর বেশি। আপাতত: ভূ-কম্পনে একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন সংবাদসংস্থা এই খবর জানিয়েছে। ভূ-কম্পনের কেন্দ্র ছিল চিলির রাজধানী সানতিয়াগো থেকে ২২৮ কিমি উত্তর-পশ্চিমে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে  সানতিয়াগো বিমান বন্দর থেকেও লোকজন সরিয়ে নেওয়া হয়েছে।

Ad

সংবাদমাধ্যমগুলির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালের পর এতো বড় মাত্রার ভূ-কম্পন এই প্রথম। ঐবছরে ভূ-কম্পন ও সুনামির ধাক্কায় চিলিতে ৫০০ লোক মারা যায় এবং ২,২০,০০০ টি বাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। চিলি হলো বিশ্বে সর্বাধিক ভূ-কম্পন প্রবণ দেশ। এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প চিলিতে হয়েছিল – ১৯৬০ সালে। ঐ ভূ-কম্পনের মাত্রা ছিল ৯.৫ এবং ৫০০০-এর বেশি লোক মারা যায়।

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a ReplyMost Popular

 

 

More Posts
To Top